বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

13 year old prodigy in IPL mega auction

খেলা | এক বছরে ৪৯টি সেঞ্চুরির মালিক, স্টার্ক-রাহুলদের সঙ্গে মেগা নিলামে ১৩ বছরের বিস্ময়বালক

KM | ১৮ নভেম্বর ২০২৪ ১৪ : ৪১Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: বয়স মাত্র  ১৩ বছর ২৩৪ দিন। ভারতীয় ক্রিকেটে বৈভব সূর্যবংশী এক বিস্ময় বালকের নাম। সেই সূর্যবংশীকেই যদি আইপিএলে  দেখা যায় মিচেল স্টার্ক বা বুমরার দারুণ গতির বল ফ্লিক করে বাউন্ডারিতে পাঠাচ্ছেন, তাহলে কেমন লাগবে! 

আইপিএল মিলিয়ে দেওয়ার মঞ্চ। দারুণ দক্ষ, অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে অনভিজ্ঞদেরও খেলতে দেখা যায়। অভিজ্ঞদের সংস্পর্ষে এসে অভিজ্ঞতা বাড়ে তরুণদের। আইপিএলে বৈভবকে তুফান তুলতে দেখা যেতেই পারে।  

ইতিমধ্যেই বৈভবকে নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। অনূর্ধ্ব ১৯ টেস্ট দলের হয়ে খেলা হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ৫৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সবাইকে অবাক করে দিয়েছে বৈভব। যা ধরছে, তাতেই সোনা ফলাচ্ছে ১৩ বছরের ছোট্ট ছেলে। এহেন বৈভবকে আইপিএলে দেখতে চান ক্রিকেটপাগলরা। আইপিএল তো তৈরি হওয়ার মঞ্চও। 

চলতি মাসের ২৪-২৫ তারিখ জেদ্দায় বসবে আইপিএল নিলামের আসর। সেই নিলামে বিস্ময়বালক বৈভবকে নিয়ে ঝড়় উঠতেই পারে। তাকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। 

যে প্লেয়ারদের নিলামে তোলা হচ্ছে, তাঁদের একটি তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। সেই তালিকায় নাম রয়েছে ১৩ বছরের বৈভব। আইপিএলের নিলামে সর্বকনিষ্ঠ হিসেবে উপস্থিত থাকছে বৈভব। 

বৈভব মানেই রেকর্ড আর রেকর্ড। বৈভব সূর্যবংশী ব্যাট করতে নামা মানেই সূর্যের আলো ক্রিকেট মাঠে। রঞ্জি ট্রফিতে ইতিমধ্যেই খেলে ফেলেছে। 

বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে বৈভবের। শুরু হয়ে যায় চর্চা। চলে আলোচনা। এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে বৈভব।  রান সংখ্যা ১০০। সর্বোচ্চ রান ৪১।

রঞ্জি ছাড়াও হেমান ট্রফি, কোচবিহার ট্রফিও খেলা হয়ে গিয়েছে বৈভবের। হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করে ফেলেছে বিস্ময় বালক। ভিনু মাঁকড় ট্রফিতে পাঁচ ম্যাচে চারশো রান  বৈভবের। 

এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে বৈভব মোট ৪৯টি সেঞ্চুরি করেছে বলেই শোনা যায় ভারতের ক্রিকেটমহলে। আইপিএলের মেগা নিলামের ভেন্যু এবার জেদ্দা। দু' দিনে ৫৭৪ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। এর মধ্যে ৩৬৬ জন ক্রিকেটার ভারতীয় ও ২০৮ জন বিদেশি।


2025iplauction

নানান খবর

নানান খবর

১৪ বছর আগের সাক্ষাৎকার শুনে নিজেই বিস্মিত কোহলি, বলছেন, 'নিজেও জানি না কী বলেছিলাম!'

'ও মহাসমুদ্র...', কোহলি-রোহিত নন, জনপ্রিয় গায়ক হানি সিংয়ের পছন্দ এই তারকা ক্রিকেটার

দূরে সরিয়ে রেখেছেন আইপিএলের আর্থিক প্রলোভন, নিষেধাজ্ঞা নিয়েও চিন্তিত নন, এই তারকা খেলতে চান কেবল দেশের হয়েই, আজকের দিনে বিরল!

একেই বলে প্রত্যাবর্তন, মেসি ম্যাজিকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ চারে

ইডেনে ফিরল পিচ বিতর্ক, লখনউ ম্যাচে হারের পর দুই কর্তার কথোপকথন প্রকাশ্যে আসতেই যা হল.‌.‌.‌

গতির ঝড় তুললেন আর্চার, গিলের উইকেট ওড়ালেন রাজস্থানের তারকা পেসার

পন্থের অখেলোয়াড়োচিত দুষ্টুমিতেই ম্যাচ হেরেছে কলকাতা! লখনউ অধিনায়কের কৌশল নিয়ে তুঙ্গে বিতর্ক

পাঁচটি ম্যাচে ২টিতে জয়, শক্তি বাড়াতে কলকাতা নিল তরুণ তারকাকে, গতির ঝড় তুলতে পারেন বল হাতে

রান নেই রোহিতের ব্যাটে, আইপিএলের মধ্যে দিয়ে এলেন নিজের জার্সি

সামনে ফ্রান্স মানেই বিপজ্জনক মার্টিনেজ, মাঠে নামার আগে সাঁ জাঁকে বিরাট বার্তা আর্জেন্টাইন গোলকিপারের

ব্যাটে ক্যালিপসোর মূর্ছনা তুলে রাসেলকে ধ্বংস করলেন পুরান, দুই ক্যারিবিয়ানের ব্যক্তিগত ডুয়েল জিতলেন লখনউ তারকা

দেড় বছর পরে গোল, গোল করে ভাইকে খুঁজলেন আপুইয়া, শেষ পর্যন্ত কি পেলেন?

আইপিএলে রান নেই, এর মধ্যেই বিরাট সম্মান পেতে চলেছেন রোহিত শর্মা

টি২০ ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ হল বিরাটের, সবচেয়ে বেশি রান কার জানুন 

ভরা আইপিএলের মাঝেই বিজেপিতে যোগ দিলেন ধোনির চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা, কে তিনি?

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া